বগুড়া শহরের গন্ডগ্রামে ৬৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে গতি সঞ্চার

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২০ ১২:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭৬ বার।

অবৈধ দখলদারদের দৌরাত্নে বার বার মুখ থুবড়ে পড়ছিল বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের গন্ডগ্রামে ৬৩ লাখ টাকায় হাতে নেয়া রাস্তা উন্নয়ন প্রকল্পটি। বিগত ৩ মাস যাবত শত চেষ্টা করেও প্রকল্পের ঠিকাদার কাজটি এগিয়ে নিতে পারছিলেন না। অবশেষে ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমের সাহসী উদ্যোগে রোববার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এতে উন্নয়ন প্রকল্পে গতির সঞ্চার হয়েছে। 
স্থানীয়রা জানিয়েছেন, গন্ডগ্রাম পূর্বপাড়া-গন্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া রাস্তার ৭শ’ মিটার রাস্তা কার্পেটিং করতে বগুড়া পৌরসভা থেকে ৬৩ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু প্রবেশ মুখ মির্জা বাড়ি থেকে বাবুর বাড়ি পর্যন্ত অংশে ১০-১২ পয়েণ্টে রাস্তার জমিতে গাছ লাগিয়ে, প্রাচির নির্মাণ কিংবা স্থাপনা তৈরি করেছিল অবৈধ দখলদাররা। ফলে রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছিল। অবৈধ দখলদার উচ্ছেদে স্থানীয় ভাবে কয়েক দফা উদ্যোগে নিয়েও কোন কাজ হয়নি। উল্টো নানা ভাবে হয়রানির শিকার হতে হয়েছেন উদ্যোগ গ্রহণকারীরা। অবশেষে গতকাল রোববার সকালে ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম এবং বগুড়া পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মামুনুর রশিদের নেতৃত্বে বগুড়া পৌরসভার একদল কর্মি হাতুড়ি, শাবল, কোদাল, কাস্তে নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে কেউ কেউ নিজ উদ্যোগে সরিয়ে নেন অবৈধ স্থাপনা। এতে দুপুরের মধ্যেই অবৈধ দখলদার মুক্ত হয় জনগুরুত্বপূর্ণ রাস্তাটি। রাস্তার উন্নয়ন কাজে গতি সঞ্চার হওয়ায় স্থানীয়দের মুখে হাসি ফুটেছে।