বগুড়ায় নির্বাচনী প্রচারনা শেষে ফেরার পথে ট্রাক চাপায় ছাত্রলীগ কর্মী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ ০৮:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯০ বার।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) উপ-নির্বাচনের প্রচারনা শেষে মোটরসাইকেল যোগে সারিয়াকান্দি উপজেলা থেকে শহরে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মাহমুদুল হাসান মিথেল (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার সোন্দাবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত মিথেল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জাংলা ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের  ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভুগোল বিভাগের ২য় বর্ষের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের কর্মী।
জানা গেছে, বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি-সোনাতলা) উপ-নির্বাচন উপলক্ষে রোববার বগুড়া জেলা ছাত্র লীগের নেতাকর্মীরা নৌকা মার্কার পক্ষে প্রচারনার চালাতে নির্বাচনী এলাকা সারিয়াকান্দিতে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১০টায় গাবতলী উপজেলার সোন্দাবাড়ি এলাকায় একটি বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা মিথেল সড়কের উপর ছিটকে পড়ে। এসময় মিথেল ট্রাকে চাপা পরে। পরে গুরুতর আহত অবস্থায় মিথেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির সহকারি  টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিথেল।