মুজিববর্ষে বগুড়ায় তীর'র পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ ১০:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬২ বার।

মুজিববর্ষ উপলক্ষ্যে বগুড়া  সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” এর আয়োজনে পরিস্কার পরিছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ওই কর্মসূচী উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, শিক্ষকদের মধ্যে মোঃ মঞ্জুর কাদের, মোঃ মতিউর রহমান, মোঃ মোখলেছুর রহমান, ড. মীর ত্বাইফ মামুন মজিদ, শফি মাহমুদ, মোঃ মতিউর রহমান, মোঃ আরিফুর রহমান, অরুপ রতন পাল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, বাপা এর সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান এবং বর্তমান সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
কর্মসূচীতে প্রায় ৭০ (সত্তর) জন  “তীর” এর স্বেচ্ছাসেবী কর্মী, বিএনসিসি সদস্য সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং প্রায় ৩০ (ত্রিশ) বস্তা কাগজ, পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য কুড়ানো হয়।