বগুড়ার ধুনটে করোনার সচেতনতায় চেয়ারম্যানের প্রচার অভিযান

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ ১২:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫১ বার।

বগুড়ার ধুনট উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং সুরক্ষিত থাকার জন্য প্রচার অভিযান চালিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। গত দু’দিন থেকে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজারে গণসংযোগের মাধ্যমে তিনি সতর্কতামুলক প্রচারনা কার্যক্রম চালান। এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

সোমবার দুপুরে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রচার কার্যক্রম পরিচালনার সময় আব্দুল হাই খোকন বলেন, 'করোনা ভাইরাসে আতংকিত হবার কোনো প্রয়োজন নেই। এসময় আমাদের সকলকে সতর্ক থেকে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে হবে। এ ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো মানতে হবে।'

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, শিক্ষক শান্তনা খাতুন, আব্দুল হান্নান, মোকছেদুল হাসান, জিয়াউল হক ও ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান।