নওগাঁয় ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ ১২:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

নওগাঁর ধামইরহাটে ইভটিজিংয়ের দায়ে আবু সাইদ(২৯) নামে এক যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ওই যুবককে দন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামী উপজেলার ধুরইল গ্রামের মোতারব হোসেনের ছেলে।

জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের রামপুরা এলাকায় ৮ম শ্রেনির এক ছাত্রীকে প্রকাশ্যে রাস্তায় জাপটে ধরে যৌন হয়রানী করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা যুবক আবু সাইদকে আটক করে ইউএনওকে খবর দেয়। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে এবং তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

স্থানীয়রা জানান, ইভটিজিং করা ওই যুবক এলাকায় প্রায়ই মেয়েদের উত্যক্ত করে আসছিল। তার ভয়ে মেয়েরা রাস্তায় একা চলাফেরা করতে পারতো না বলে উপস্থিত পুলিশকে  অভিযোগ করেন তারা।