বগুড়া সদরে হাম-রুবেলা’র টিকা পাবে ৪৪ হাজার শিশু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

বগুড়া সদর উপজেলায় ৯ মাস বয়স থেকে ১০ বছরের নিচে বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে সোমবার সকাল ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয়ে এবিষয়ে প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকতা ডাঃ সামির হোসেন মিশু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান। হাম-রুবেলা টিকাদান কি, কেন ছড়ায়, এ থেকে পরিত্রাণের উপায়, পরিস্কার পরিচ্ছন্ন থাকাসহ কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ তারেক মোঃ রেজা।
সভায় বগুড়া সদর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও বক্তব্য প্রদান করেন সদর উপজেলার শেকেরকোলা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ডালিম, মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) ডাঃ আসমা হক, ডা: অসীম কুমার সাহা, এমটি (ইপিআই) মোতাহার হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর ভূপন্দ্র নাথ রায়, শামিমা আকতার, আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে সাংবাদিক, সুধিজন, মসজিদের ঈমাম ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল বগুড়া সদর উপজেলায় ৯ মাস বয়স থেকে ১০ বছরের নিচে বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। বগুড়া সদরে মোট ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডে ২৬৪টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান করা হবে। বগুড়া সদর উপজেলায় মোট ৪৪ হাজার ৪৪১ জন শিশুকে টিকা দেয়া হবে।