ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় পাঁচ ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ ১৬:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৮ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও জনসাধারণের চলার পথ ব্যবহার করে পরিবেশ দূষণ করায় বগুড়ায় দুটি খাবার হোটেলসহ ৫ জনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সদরের মেরিনা ও নবাব বাজার রোডে অভিযানকালে ওই অর্থদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও নাসরিন আক্তার। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) সদস্যরা।
এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩ ঘণ্টার  ওই অভিযানে আদালত সুজনকে ১ হাজার, কাফেলা হোটেলের মালিক হায়দার আলীকে ৪০ হাজার, মিনহাজকে ২ হাজার, সারোয়ার হোসেনকে ২ হাজার এবং মোস্তাফিয়া খাবার হোটেলের মালিক আরিফুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।