‌‘ফ্রান্সে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ’

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ ১৯:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১ বার।

ফ্রান্সে করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হিসেবে দেখা দিয়েছে। এ মহামারি পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেরোমি সলোমন সোমবার এ কথা বলেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতি তিন দিন অন্তর দ্বিগুণ হারে বেড়েই চলেছে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের মানুষের উপলব্ধি করা প্রয়োজন যারা অসুস্থ ও চিকিৎসাধীন রয়েছেন তাদের সংখ্যা ক্রমেই বাড়ছে।’ খবর এএফপির।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ৩৬ জনের প্রাণহানি এবং ৯ শতাধিক লোক আক্রান্ত হয়। এমন গুরুতর পরিস্থিতির মধ্যে চার শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের গতি থামাতে হাসপাতালগুলো ব্যর্থ হয়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের।’ তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই এ সংক্রমণ প্রশমিত করা প্রয়োজন।’

সলোমন বলেন, ‘ফ্রান্সের প্রত্যেক নর-নারীরই এ বিষয়ে ভাবা উচিত এবং কীভাবে তাদের পারিপার্শ্বিক তৃতীয় ব্যক্তির মধ্যে এ ভাইরাস সংক্রমণ ঠেকানো যায় তা ভাবা একান্ত জরুরি। এর জন্য ঘরে থাকার বিকল্প নেই।’