করোনার প্রথম ভ্যাকসিনটি নিয়ে জেনিফার বললেন- একটুও ব্যথা পাইনি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ ০৮:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৪ বার।

যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রদান। কেপিডাব্লিউআরআইয়ে (কেইসার পারমানেন্ট রিসার্চ ই্ন্সটিটিউট) প্রথম স্থানীয় সময় সোমবার এই ভ্যাকসিন দেওয়া হয়। প্রথমবারের মত সিয়াটলে এই ভ্যাকসিন নিয়েছে জেনিফার হেলারসহ ৪ জন স্বেচ্ছাসেবক। 

এমআরএনএ ১২৭৩( mRNA 1273) নামের ভ্যাকসিনটি প্রথমবারের মত দেওয়া হয়েছে জেনিফার হেলারসহ আরো ৩ জনের শরীরে। পেশায় ৪৩ বছর বয়সী জেনিফার একটি প্রকৌশলী কম্পানীর ম্যানেজার,একজন ৪৬ বছর বয়সী প্রকৌশলী, আরেকজন ২৫ বছর বয়সী ইন্ডিপেনডেন্ট গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টারের এডিটরিয়াল কো অর্ডিনেটর। ভ্যাকসিন নেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ওই চারজন নাগরিক। জেনিফারের মতে করোনার ভ্যাকসিন অন্যান্য ফ্লু ভ্যাকসিনের মত ব্যাথা সৃষ্টি করে না।  কেপিডাব্লিউআরআই (কেইসার পারমানেন্ট রিসার্ড ই্ন্সটিটিউট) এ প্রথম স্থানীয় সময় সোমবার প্রথম  এই ভ্যাকসিন দেওয়া হয়। কেপিডাব্লিউআরআই এর উধ্বর্তন তদন্তকারী ডাক্তার লিসা জ্যাকসন বলছেন ‘ আমরা গর্বিত যে এই মহামারী রোগের ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের নির্বাচন করা হয়েছে, আমরা ভালোভাবে প্রস্তত আছি এবং করোনার মোকেবেলায় সচেষ্ট ভূমিকা পালন করছি।’