কোয়ারেন্টাইনে না থাকায় মানিকগঞ্জে এবার অস্ট্রেলিয়া প্রবাসীকে অর্থদণ্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ ১১:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১ বার।

অস্ট্রেলিয়া থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থাকায় মানিকগঞ্জের ঘিওরে এক অস্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার মঙ্গলবার দুপুরে এ অর্থদণ্ড দেন। খবর: ইউএনবি

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পশ্চিম কুশুন্ডা গ্রামের ইন্তাজ উদ্দিনের ছেলে পান্নু মিয়া (৭০)।

জানা যায়, তিনি ১৬ মার্চ রাতে গ্রামের বাড়িতে ফেরেন। হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেন তিনি। পরিবারের লোকদের সচেতনামূলক পরামর্শ দেওয়ার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। নির্বাহী কর্মকর্তা থানা পুলিশের সহায়তায় পরিবারের লোকদের নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। তাদের মূল গেট তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার বলেন, ‘সরকার সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। এ বিষয়ে প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের নিয়ে তাদের দেখাশোনা ও তত্ত্বাবধান করানো হচ্ছে।’

এরআগে গত ১৫ মার্চ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বাইরে ঘুরে বেড়ানোয় সাটুরিয়ায় সৌদিপ্রবাসী এক ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। সৌদিপ্রবাসী ওই ব্যক্তির নাম মো. লাল মিয়া। তিনি সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষণ বাড়ি গ্রামের তারামিয়ার ছেলে।