মুজিববর্ষে টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি‘র উদ্যোগে বিনা মূল্যে কম্পিউটার কোর্সের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ ১৩:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০০ বার।

টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি (টিআইএসআই) দহপাড়া,সুজাবাদ বগুড়ায় মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে বিনামূল্যে শিক্ষার্থীদের কম্পিউটার কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ।  উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,টিএমএসএস বোর্ড মেম্বার ও শাহজাহানপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ  আয়শা বেগম,টিএমএসএস পরিচালক নিগার সুলতানা,ফয়জুন নাহার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা করোনা বিষয়ে নিজেকে সচেতন করতে ও পরিবারের সদস্যদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানান। এসময় টিএমএসএস এর উদ্যোগে করোনা প্রতিরোধ বিষয়ক হ্যান্ড লিফলেট বিলি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে টিএমএসএস এর বিভিন্ন আইটি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে ১০ হাজার জন এসএসসি পরীক্ষা সমাপ্তকারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে দুই মাস মেয়াদী “কম্পিউটার অফিস এ্যাপলিকেশন কোর্স”পরিচালনা করা হবে। ২০২০ সালে এসএসসি পরীক্ষা সমাপ্তকারী শিক্ষার্থীরা এ কোর্সে অংশ গ্রহন করতে পারবে। ১৭ মার্চ থেকে বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস সংলগ্ন সুজাবাদ দহপাড়ায় টিআইএসআই এর নিজস্ব ক্যাম্পাসে এ কোর্স শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি (টিআইএসআই) ও টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক ইউনানী মেডিকেল কলেজের শিক্ষিার্থীদের মাঝে মেধা বৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ ঠেঙ্গামারা বগুড়ায় নিজস্ব ক্যাম্পাসে কেক কাটা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর কর্মময় জীবণী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।