মুজিববর্ষ উপলক্ষ্যে

বগুড়ার শেরপুরে প্রাণী সম্পদ উদ্যোক্তাদের জন্য ওয়েবসাইট উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ ১৩:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৬ বার।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে প্রাণী সম্পদ দফতরের পক্ষ থেকে ‘স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি’ নামে একটি ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। প্রাণী সম্পদ উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে খোলা ওই ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল  সোমবার (১৬মার্চ) রাতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। শহরের হাসপাতাল রোডস্থ মোজারহার আলী কোল্ডষ্টোর চত্বর ও এমপি হাবিবর রহমানের নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এই ওয়েবসাইটের সমন্বয়ক ও ‘স্বপ্ন ছোঁয়ার সিঁড়ির’ উদ্যোক্তা উপজেলা প্রাণী সম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. রায়হানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সাংবাদিক আইয়ুব আলী, দীপক কুমার, উদ্যোক্তা সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি হাবিবর রহমান বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। আর এই ওয়েবসাইটের মাধ্যমে দেশ-বিদেশের অসংখ্য মানুষ শেরপুর উপজেলা প্রাণী সম্পদ দফতরের বিভিন্ন কার্যক্রম জানতে পারবেন। বিশেষ করে দেশী মুরগি ও গবাদি পশু লালন-পালন সম্পর্কে সার্বক্ষিণ প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন। যা আমাদের জন্য প্রতিনিয়তই প্রয়োজন। এছাড়া এই ওয়েবসাইট ও চ্যানেলের মাধ্যমে প্রাণি সম্পদ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো বলেও মন্তব্য করেন তিনি। উদ্যোক্তা ও সমন্বয়ক ডা. মো. রায়হান পিএএ জানান, সময়ের দাবি অনুযায়ী এই ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এতে করে উদ্যোক্তাসহ দেশের সব নাগরিকই সহজেই এই দফতরের বিভিন্ন কার্যক্রম ও কারিগরি প্রশিক্ষণসহ নানাবিধ সেবা নিতে পারবেন। সে অনুযায়ী এটি সাজানো হয়েছে। দ্রুততম সময়ে এই ওয়েবসাইটের মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দেয়া হবে বলে দাবি করেন প্রাণী সম্পদ দফতরের এই ভেটেরিনারী সার্জন।