বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

প্রেস রিলিজ
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৬ বার।

জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে সকালে অধ্যক্ষ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কেক কাটা ও বঙ্গবন্ধুকে নিয়ে দেয়ালিকা ‘ চেতনায় মুজিব’’ উম্মোচন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুর রফিক। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন, শফিকা আকতার, প্রভাষক জিয়াউর রহমান, সুবহানা কুলসুম, আতাউর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, আবু হাসান, মোতালেব মিয়া, রফিকুল ইসলাম, সনজিদা খানম, আরিফুর রহমান, বিশ্বরুপ রায়, আসাদ আলী, তৌহিদা বেহেতেরিন, ল্যাব স্কুল এর উপাধ্যক্ষ শাহনুর ইয়াজদানি, শিক্ষক রহিমা খাতুন, রোকেয়া পারভীন, জাকিয়া খান লোদী, শাহিনা সুলতানা প্রমুখ। রাতে আতশবাজির মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।