নওগাঁয় গত ২ দিনে বিদেশ ফেরত ৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ ১৪:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

নওগাঁর ১১টি উপজেলায় বিদেশ ফেরত মোট ৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল। তিনি বলেন, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।