এক দিনেই ৩৫জন

বগুড়ায় এ পর্যন্ত ৬৯জন হোম কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ ১৫:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬৩৯ বার।

বগুড়ায় ১৭ মার্চ নতুন করে ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত  জেলায় মোট ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। নতুন যোগ হওয়া উপজেলাগুলোর মধ্যে সদরে ০২জন, আদমদিঘীতে ১৫জন, শিবগঞ্জে ১০জন, সোনাতলা ২জন, গাবতলী ০১জন ও নন্দীগ্রামে ০৫জন। এর মধ্যে নতুন করে একদিনেই সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আদমদীঘি উপজেলায়। বিষয়টি পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন বগুড়ার সিভিল সার্জন  ডাঃ গওসুল আজিম চৌধুরী। 
ডাঃ গওসুল আজিম চৌধুরী জানান, ১৬ মার্চ পর্যন্ত বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে ছিল ৩৪জন। এর মধ্যে সদরে ০৫জন, সারিয়াকান্দিতে ০১ জন, সোনাতলায় ০৫জন, শিবগঞ্জে ০৪জন, গাবতলীতে ০৫জন, নন্দীগ্রামে ১৩জন, ধুনটে ০১ জন হোম কোয়ারেন্টাইনে ভর্তি ছিল।