করোনাভাইরাস

সৌদি আরবের মসজিদে নামাজ বন্ধ ঘোষণা

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ ১৯:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের আতঙ্কে সৌদি আরবের মসজিদে নামাজ বন্ধ ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সাপ্তাহিক জুমআর নামাজও বন্ধ রাখার কথা বলা হয়েছে।

পাশাপাশি দেশটিতে কেবল ঐতিহ্যবাহী দুটি মসজিদে নামাজ চালু রাখার কথাও বলা হয়েছে। মসজিদ দুটি হলো- মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী। এখন থেকে কেবল এই দুটি মসজিদেই নামাজ আদায় হবে।

মঙ্গলবার রিয়াদে কাউন্সিলের ২৫তম ওই বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত হয়, নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আজান দেওয়া হবে।

খবরে বলা হয়েছে, ইসলামী শরীয়া অনুযায়ী সম্ভাব্য ক্ষতি কমাতে জুমআসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সুযোগ আছে। অনেক লোকের সমাগমকে যেহেতু করোনাভাইরাস ছড়িয়ে পড়া এবং ঝুঁকি তৈরি করে বলে বলা হচ্ছে, তাই সৌদি কাউন্সিল মসজিদ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।