হাসপাতাল থেকে চুরি হয়ে গেল ৫০ হাজার মাস্ক

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ ১৯:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে একটি প্রয়োজনীয় উপকরণ হিসেবে সারাবিশ্বেই যখন মাস্কের ব্যবহার বেড়েছে; তখন জার্মানিতে চোরদের নজর পড়ল এই পণ্যে। মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ডিপিএর বরাতে এতথ্য জানিয়েছে বিবিসি। সেখানকার একটি হাসপাতাল থেকে চোরেরা নিয়ে গেছে ৫০ হাজার মাস্ক।

হাসপাতালটির মুখপাত্র বলেন, এটি চুরির একটি নতুন মাত্রা। অর্থিক মূল্যে হয়তো এটি খুবই সামান্য গুরুত্বপূণ। তবে বাজারে এর চাহিদা এখন অনেক।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার প্রথম অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এই ভাইরাস রোধে জার্মানিতে এরই মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দেশটির ৭০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।