পশ্চিমবঙ্গে প্রথম করোনা রোগী সনাক্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ ০৪:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪১ বার।

পশ্চিমবঙ্গে প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জ্বর ও কাশি নিয়ে কলকাতার বেলেঘাটা আিইডি হাসপাতালে যান ওই রোগী। সেখানে তাকে পর্যবেক্ষনের পর রক্ত পরীক্ষায় চূড়ান্তভাবে করোনা ভাইরাস নিশ্চিত করেন চিকিৎসকরা। 

ওই যুবক সম্প্রতি ইংল্যান্ড থেকে এসেছেন। সন্ধ্যার পর ওই যুবকের বাবা-মা ও গাড়ির চালককে কোয়ারেন্টাইন করা হয়েছে। 

এই প্রথম পশ্চিমবঙ্গে করোনা রোগীর সন্ধান মিলল। এর আগে করোনা সন্দেহে ১২০ জনের রক্ত পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয় ১০ হাজারের বেশি বিদেশ থেকে আসা ভারতীয় ও বিদেশিদের।