করোনা সন্দেহে স্বামীকে ঘরেই ঢুকতে দিলেন না স্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ ০৪:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৩ বার।

করোনা ভাইরাস সন্দেহে স্বামীকে ঘরে ঢুকতে দিলেন না স্ত্রী। চিকিৎসকরা করোনামুক্ত ঘোষণা না করা পর্যন্ত ঘরে ঢুকতে দেবেন না বলে সাফ জানিয়ে দিয়ে দরজা আটকে দেন তিনি। এ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে স্বামী অরুণ মণ্ডল।
 

ভারতীয় সংবাদ মাধ্যম জি-২৪ ঘণ্টার এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে ভারতের কাটোয়া এলাকার একটি বাড়িতে।

জানা গেছে, গত ৬ মার্চ বাড়ির অমতেই দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলেন অরুণ। সেখান থেকে ১৩ মার্চ বাড়ি ফেরেন তিনি। কিন্ত করোনা সন্দেহে বাড়িতে ঢুকতে দেননি স্ত্রী। স্পষ্ট বলে দেন, আগে করোনা ভাইরাস নেগেটিভের রিপোর্ট দেখাও। তারপর ঢুকতে হবে।

৩৫ বছরের দাম্পত্য জীবন বাঁচাতে ও বাড়িতে ঠাঁই পেতে শেষ পর্যন্ত কাটোয়া থেকে বেলেঘাটা আইডি ছোটেন অরুণ। পরীক্ষার পর চিকিত্‍সকরা জানিয়ে দেন, তার সংক্রমণ হয়নি। তার স্পষ্ট কথা, সাবধানের মার নেই। ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে।