বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ২৩ মে ২০১৮ ০৯:৫৯ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৬৮২ বার।

বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বুধবার মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। শহরের জিরো পয়েন্ট সাতমাথায় দুপুর ১২টায় ওই মানববন্ধনে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দেরও দাবি জানানো হয়। আধাঘন্টার মানববন্ধন শেষে সংগঠনের নেতা-কর্মীরা স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা বলেন, স্বাধীনতার পর ৪৭ বছরে দেশে জনসংখ্যা তিনগুণ বেড়েছে। এর ফলে শিক্ষার চাহিদা  এবং  শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। কিন্তু সেই অনুপাতে বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ বাড়েনি। বক্তারা আসন্ন জাতীয় বাজেটের শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দ প্রদানের দাবি জানান। একই সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিতা তুলে ধরে তা বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি রাধা রানী বর্মন, সাধারণ সম্পদাক মাসুকুর রহমান, আজিজুল হক কলেজ শাখার সভাপতি ধনঞ্জয় বর্মন, সমন্বিত পলিটেকনিক শাখার সভাপতি রাকিবুল ইসলাম ,বিকাশ রায় এবং ওসমান গণি।