বগুড়ায় বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা, গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ ০৮:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৯ বার।

বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি-সোনাতলা) উপনির্বাচনে বিএনপি'র নির্বাচনী প্রচারণায় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে l বুধবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে সারিয়াকান্দি উপজেলার চান্দিনা নোয়ারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে l

 

জানা গেছে, আগামী ২৯ মার্চ বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি-সোনাতলা) উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সারিয়াকান্দি উপজেলার চান্দিনা নোয়ারপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালায় l এসময় নৌকা প্রতীকের সমর্থিত মোটরসাইকেল এর একটি বহর তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের পোস্টার লাগানো দুইটি গাড়ি ভাঙচুর এবং বিএনপি নেতাকর্মীদের মারপিট করে l

 

একেএম আহসানুল তৈয়ব জাকির  বলেন, বুধবার দুপুরে তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে চান্দিনা নোয়ারপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন l  সময় আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থিত একটি মোটরসাইকেল বহর তাদের উপর অতর্কিত হামলা চালায় l তিনি বলেন, তার নির্বাচনী প্রচারণার দুইটি মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুরসহ ১৫ জন নেতাকর্মীকে আহত করা হয়েছে l

 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, এলাকায় দু'পক্ষের নেতা-কর্মীদের মাঝে ঝামেলা হয়েছে শুনে সেখানে পুলিশ মোতায়েন করা হয় l তিনি বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে l