আদমদীঘিতে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে রোজনামচা” নামক বই বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ ১২:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁরই রচিত “অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা” নামক প্রকাশিত দুইটি বই বগুড়ার আদমদীঘি উপজেলার কলেজ ও স্কুল পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট বিতরণ করা হয়েছে।  বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই দুটি বই বিতরণ উপলক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলমের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। সভায় আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, অধ্যক্ষ আব্দুর রহমান, মোস্তফা আহমেদ নাইডু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ। সভায় বর্তমান প্রজন্মকে মহান স্বাধীনতা সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিকট বই গুলো প্রদান করা হয়।