বগুড়ায় একশত ফানুস উড়িয়ে মুজিববর্ষ উদযাপন শুরু করলো শিক্ষার্থীরা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ ১৩:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী একশত ফানুস উড়িয়ে মুজিব বর্ষ উদযাপন শুরু করল শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে আটটায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীরা অংশ ফানুস উৎসবে অংশ নেয়। কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে ফানুস উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রউফের সঞ্চালনায় ফানুস উৎসবে আজও ল কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফানুস উৎসব আজ বেলা কলেজের সম্মান শ্রেণীর শিক্ষার্থী রিফাত শুভ হোক শুভ সহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করার মুহূর্তটি অভূতপূর্ব। বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত পিরিত অসহায় মানুষের পক্ষে। বঙ্গবন্ধুর ডাকে এদেশের স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আদর্শকে ধারণ করে দেশ ও জাতির জন্য সকলকে মনোনিবেশ করতে হবে। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, বাংলাদেশ আজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। শিক্ষার্থীদের উৎসাহিত করতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এই ফানুস উৎসবের আয়োজন করা হয়েছে।