বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ ১৪:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৯ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে বগুড়ায় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার শহরের নামাজগড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। ৩ ঘন্টা চলা ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা ও রোমানা রিয়াজ । এসময় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
এপবিএন এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জাহাঙ্গীর ক্ল্যাসিক হোটেলের মালিক জাহিদুল ইসলামকে ১৫ হাজার এবং রুবি বেকারীর মালিক মেহেদী হাসানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।