বগুড়ার শেরপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ ১৪:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

বগুড়ার শেরপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে রয়েছে এ উপজেলার গুরুত্বপূর্ণ ছয়টি রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ।  বুধবার (১৮মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি হাবিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং তাঁর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনাল বাংলাদেশ ও ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়ে তোলা। কিন্তু একটি কু-চক্রী মহল তাঁকে স্ব-পরিবারে হত্যার মাধ্যমে সেটি হতে দেয়নি। তবে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই এই দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। যে কোন অশুভ শক্তি কোন ষড়যন্ত্রই করেই দেশের এই অগ্রযাত্রা ব্যহৃত করতে পারবে না।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, আ.লীগ নেতা আবু তালেব আকন্দ, গোলাম নবী বাদশা, বুলু সরকার, পিএস কোরবান আলী মিলন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান ফলক উন্মোচন করে ওইসব উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষলা করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।