বগুড়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছেন ডিসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ০৭:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩২ বার।

বগুড়ায় করোনা প্রতিরোধে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শাহ ফতেহ আলী বাজারে করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি দোকানদারদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানান।

দেশে করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণার দিন থেকে অন্যান্য জেলার মতো বগুড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবনতা দেখা যায়। অনেক ব্যবসায়ী  ভবিষ্যতের কথা বিবেচনা করে অধিক দ্রব্য কিনে মজুদের চিন্তাও করেছেন। তাই ব্যবসায়ীদের কৃত্তিম সংকট তৈরী এবং ক্রেতাদের প্রয়োজনের অধিক পন্য না কেনার অনুরোধ করেন জেলা প্রশাসক। এসময় জেলা সিভিল সার্জন ডাঃ গাওসুল আজিজ চৌধুরী ও বগুড়া চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি মাহফুজুল হক রাজ উপস্থিত ছিলেন। 
এ দিকে বগুড়ায় ১৮ মার্চ পর্যন্ত বিদেশ ফেরত ১০৩জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। সেই সাথে সরকারি নির্দেশনা অনুযায়ী  কেও যদি হোম কোয়ারেন্টাইন না মানে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। বগুড়ায় জেলা প্রশাসন ও পুলিশ সবাইকে করোনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।