লা লিগার একই ক্লাবের ১৫ জন করোনায় আক্রান্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ০৮:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৫ বার।

করোনার লাগামছাড়া প্রভাবে আতঙ্কিত গোটা বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত বিশ্ব ফুটবলও। এর জেরে স্থগিত করা হয়েছে বিশ্বের সবক’টি বড় ফুটবল টুর্নামেন্ট। আক্রান্ত হয়েছেন একাধিক ফুটবলার। এবার স্প্যানিশ লা লিগার ক্লাব দেপোর্তিভো আলাভেসের ১৫ সদস্যের শরীরে মিলেছে করোনাভাইরাস।

নোভেল করোনার প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখেরও বেশি। স্পেনে মারণঘাতী এ ভাইরাসের বলি হয়েছেন ৬৩৮ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।

করোনাভাইরাসের প্রভাবে ইতিমধ্যে স্থগিত করা হয়েছে মেসি, সুয়ারেজ, রামোস সমৃদ্ধ লা লিগা ফুটবল টুর্নামেন্ট। ফুটবলারদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকার অনুরোধ করা হয়েছে। ফলে ফের কবে নাগাদ শুরু হবে খেলা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আলাভেস জানিয়েছে, তাদের ১৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে ৭ জন ক্লাবের কোচিং সাপোর্ট স্টাফ। এরই মধ্যে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ক্লাবের অন্য সদস্যদেরও করোনা সংক্রান্ত শারীরিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।