কথা বলতে পারছেন না ম্যারাডোনা!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮ ১০:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

বিভিন্ন কার্যকলাপ ও মন্তব্য করে প্রায়ই সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছেন ডিয়াগো ম্যারাডোনা। রাশিয়া বিশ্বকাপ থেকেই চলতে তার এসব কার্যকলাপ। একবার বলেন, মেসি খেলার আগে ২০বার টয়লেটে যায়। পরে বলেন মেসিকে নিয়ে কোন কথা বলিনি। একবার বলেন, মেসির উচিত আর্জেন্টিনা দলে না ফেরা। পরে আবার বলেন, জাতীয় দলে তাকে ফিরতেই হবে। কিন্তু এবার ঘটেছে অন্য ঘটনা। ম্যারাডোনা নাকি কথাই বলতে পারছেন না! 

বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সাক্ষাৎকার দেওয়ার সময়ে কথা হারিয়ে ফেলছেন ম্যারাডোনা। যা বলছেন, তাও পরিষ্কার না। তার কথাবার্তার ধরন দেখেই প্রশ্ন উঠছে, তবে কি ম্যারাডোনা আবার নেশায় মশগুল হলেন। নাকি অন্য কোন কারণ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ডেডস্পিন'-এর খবর অনুযায়ী, হাঁটুর তীব্র যন্ত্রণায় কাবু বিশ্বচ্যাম্পিয়ন ম্যারাডোনা। ভালো করে হাঁটতে পর্যন্ত পারেন না। তাকে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খেতে হচ্ছে কড়া ওষুধ। আর সে কারণে নাকি এই অবস্থা তার। তবে আসল কারণ অজানা।

ম্যারাডোনা নিজে কোন মন্তব্যও করেননি এ নিয়ে। বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাবের কোচ তিনি। তার দলের ম্যাচ শেষে টেলিভিশনের এক সংবাদকর্মী ম্যারাডোনাকে প্রশ্ন করেন। মেক্সিকোর ফুটবলের মান নিয়ে প্রশ্ন করা হয় তাকে। কিন্তু ম্যারাডোনা উত্তর দেওয়ার পরিবর্তে অদ্ভুত সব ভাষা ব্যবহার করতে থাকেন। সেই সব শব্দের কোনও অর্থই নেই। একটা বাক্য পর্যন্ত সম্পন্ন করতে পারেননি তিনি। অন্য প্রশ্নের উত্তর ছিল ভাষা ভাষা।