নওগাঁয় আরো ৪১ জন হোম কোয়ারেন্টাইনে: নির্দেশনা ভঙ্গ করায় কাতার ফেরত প্রবাসীকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১০:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০ বার।

নওগাঁয় আরো ৪১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে  ছিল ১৬১ জন। এর মধ্যে  বৃহস্পতিবার পর্যন্ত ২৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান। এদিকে বুধবার সন্ধ্যায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মানায় সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট এলাকার বাসিন্দা মোজাফ্ফর হোসেনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন । মোজাফ্ফর হোসেন গত ১৫ মার্চ কাতার থেকে দেশে ফিরে আসেন। এসময় উপজেলা প্রশাসন তাকে গ্রাম পুলিশের মাধ্যমে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন-এর সকল ব্যবস্থা করা হয়। কিন্তু  তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শর্ত না মেনে এলাকায় এবং স্থানীয় বাজারে ঘোরাফেরা করছিলেন। ওইদিন সন্ধ্যায় তাকে জরিমানা করে আবারও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।