করোনাভাইরাস সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১১:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬০ বার।

করোনাভাইরাস হয়েছে সন্দেহ করে একজনকে পিটিয়েছে একদল যুবক, পরে সেই ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

বুধবার কেনিয়ায় দক্ষিণ-পশ্চিম এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে বিবিসিকে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা দাবি করেছে অভিযুক্ত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কেনিয়ায় সাতজনের করোনাভাইরাস ধরা পড়েছে। এ ছাড়া ১১ জনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের ভাইরাস টেস্টের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুয়ায়ী চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৮ হাজার ৮০০ লোকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভাইরাসটিতে ২ লাখ ২০ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।