মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনা দিয়ে ইতালি চলে গেলেন মেয়ে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১২:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ছোবল পড়েছে বাংলাদেশেও। এ ভাইরাস আক্রান্তে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ওই ব্যক্তির মেয়ে ইতালি প্রবাসী। তিনি তার বাবার শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে ইতালি চলে গেছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন তিনি কিন্তু অনেক বয়স্ক ছিলেন। তারপরও আবার তিনি অনেক ধরনের রোগে ভুগছিলেন। মারা যাওয়া ব্যক্তি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ফুসফুসের সমস্যাসহ কয়েকটি রোগে ভুগছিলেন বলে জানান মন্ত্রী।

এর আগে ওই ব্যক্তির মৃত্যুর পর বুধবার আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, তিনি (করোনায় মৃত ব্যক্তি) পুরুষ, তার বয়স ৭০। ওই ব্যক্তি খুবই উচ্চ-ঝুঁকির মধ্যে ছিলেন। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ফুসফুসের সমস্যা ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তার হৃদযন্ত্রের সমস্যা ছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

গতকাল মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিদেশে যান নাই, কিন্তু বিদেশ ফেরত একজনের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।

জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) দেয়া তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুয়ায়ী, চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভাইরাসটিতে ২ লাখ ২০ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।