বগুড়ায় হোম কোয়ারেন্টাইন অমান্য করায় আমেরিকা ফেরৎ এক ব্যক্তির জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১২:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৮ বার।

বগুড়ার আদমদীঘিতে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাহিরে ঘোরাফেরা করায় আরিফুল ইসলাম (৩০) নামের আমেরিকা ফেরৎ এক ব্যক্তির এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার প্রবাসিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লা বিন রশিদ এ জরিমানা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানান, আদমদীঘির সান্তাহার প্রবাসিপাড়ার আরিফুল ইসলাম গত ১০ মার্চ আমেরিকা দেশ থেকে বাড়িতে আসেন। তাঁকে পর্যবেক্ষনে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেয়া হলেও তিনি তা উপেক্ষা করে বাড়ির বাহিরে ঘোরাফেরা করছিল। এ খবর পেয়ে  বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ ওই বাড়িতে পৌঁছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আরিফুল ইসলামের এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্সর মেডিক্যাল অফিসার ডাঃ হাবিবুর রহমান বেলাল উপস্থিত ছিলেন। বৃহস্পতিবারও বিদেশফেরৎ ১০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টইনে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় ৪৭ বিদেশ থেকে আসা ব্যক্তিকে হোম কোয়ারেন্টইনে রাখা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানান।