ঢাকাসহ সারা দেশে এনআইডি সেবা বন্ধ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১৩:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮ বার।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ঢাকাসহ সারা দেশে বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জরুরি সভা শেষে কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।

ইসি সচিব বলেন, প্রবাসীরা দেশে ফিরলে বেশিরভাগই তাদের নামের অন্তর্ভুক্তি এবং সংশোধনসহ নানা ধরনের এনআইডি সেবা নিয়ে থাকেন। তবে যেহেতু করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে, এজন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ এনআইডির সব ধরনের সেবা বন্ধ থাকবে। সারা দেশেও এই আদেশ বলবৎ থাকবে।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে ভোট নির্ধারিত দিনে হবে কিনা- তা নিয়ে সংশয়ের মধ্যে ইসি সিদ্ধান্ত দিয়েছে, ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২১ মার্চই অনুষ্ঠিত হবে।