বগুড়ায় হোম কোয়ারেন্টাইন অমান্যঃ তিন প্রবাসীকে ২৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৩ বার।

বগুড়ায় হোম কোয়ারেন্টাইন আদেশ অমান্য করায় তিন উপজেলায় বিদেশ ফেরত তিন ব্যক্তিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফয়েজ আহাম্মদের সার্বিক নির্দেশনা সংশ্লিষ্ট উপজেলা নিবার্হী অফিসাররা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  
হোম কোয়ারেন্টাইন আদেশ অমান্য করায় কাহালু উপজেলায় একজনকে ৩ হাজার, দুপচাঁচিয়া উপজেলায় একজনকে ২০ হাজার ও ধুনট উপজেলায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সদর উপজেলায় একজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

 
এছাড়া কোচিং সেন্টার ও প্রাইভেট বন্ধে নন্দীগ্রাম, সারিয়াকান্দি,শেরপুর, শিবগঞ্জ ও সোনাতলা উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।