সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২ কোয়ারেন্টাইন

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১৮:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬ বার।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনীকে দুটি কোয়ারেন্টাইন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর দেশ রুপান্তর

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ি (সেক্টর-১৮) সংলগ্ন রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে সেনাবহিনীর তত্ত্বাবধানে এ দুই কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হবে। কর্মসূচির অংশ হিসাবে বিদেশ থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্ক্রিনিং করার পর স্বাস্থ্য মন্ত্রণালয় বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন শেষে সেনাবাহিনীর কাছে তাদের হস্তান্তর করা হবে।

এতে আরো বলা হয়,  হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে যাত্রীদের বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন, কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালে খাবার, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য সেবা দেওয়া হবে।

কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনীকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, সংস্থা, অধিদপ্তর ও বাহিনী প্রয়োজনীয় সহায়তা দেবে।