সৌদি থেকে ফিরলেন ৪০৬ জন, জ্বর নিয়ে হাসপাতালে ২

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১৮:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮ বার।

সৌদি আরব থেকে ৪০৬ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে দু’জনের শরীরে জ্বর থাকায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষায় ওই যাত্রীদের মধ্যে দুইজনের দেহে উচ্চ তাপমাত্রা শনাক্তের পর তাদের রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ড. মো. শাহরিয়ার সাজ্জাদ সমকালকে বিষয়টি নিশ্চিত করে জানান, ফিরে আসা যাত্রীদের অধিকাংশই সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন। খবর সমকাল অনলাইন