ক্রিকেটের তিন সংস্করণে একই রানের ইনিংস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮ ১০:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

ক্রিকেটের তিন সংস্করণে শূন্য রানে আউট! এমন রেকর্ড খুঁজছে হয়তো কারো কারো নাম পাওয়া যাবে। কিংবা দু'পাঁচ রানেও হয়তো কেউ কেউ আউট হয়েছেন। তবে ওয়ানডে, টেস্ট এবং টি২০ ক্রিকেটে সেঞ্চুরির পর একই রানে থামার ঘটনা আছে কেবল একটি। ক্রিকেটের তিন ফরম্যাটেই ১১১ করে রান করেছেন। এমনই অভিনব এক রেকর্ড আছে ভারতীয় এক ব্যাটসম্যানের। নামটাও খুব চেনা। তিনি ভারতীয় ওপেনার রোহিত শর্মা। টেস্ট, ওয়ানডে এবং টি-২০ সংস্করণে ১১১ রানের ইনিংস আছে তার।

রোহিত শর্মা ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুম্বাই টেস্টে ১১১ রানের ইনিংস খেলেন। ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম ইনিংসে মুম্বাইয়ের তারকা রোহিতের ব্যাট থেকে আসে এই রান। এরপর ওয়ানডে এবং টি২০ সংস্করণে ১১১ রানের ইনিংসটা তিনি খেলেছেন ২০১৮ সালে।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ব্যাট হাতে দারুণ খেলেন ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করা রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে তিনি খেলেন ১১১ রানের ইনিংস। বাকি ছিল টি২০ ক্রিকেটে ১১১ রানের ইনিংস খেলা। কাজটি সহজ ছিল না রোহিতের জন্য। এমনিতে টি২০ ক্রিকেটে সেঞ্চুরি হরহামেশা আসে না। তার ওপর আবার ওয়ানডে, টেস্টের সঙ্গে মিল করে ইনিংস খেলা। কিন্তু কাকতালীয়ভাবে কাজটা করে ফেলেছেন রোহিত।

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা। ক্যারিবিয় বোলারদের কচুকাটা করে ওই ম্যাচে তিনি খেলেন ঠিক ১১১ রানের ইনিংস। আর এতেই রেকর্ডটা বসেছে তার নামের পাশে। আর তার '১১১' সংখ্যাটা ভারতের জন্য সৌভাগ্যের হয়েছে প্রতিবারই। ওই তিন ম্যাচেই  জয় পায় রোহিতরা।

ক্রিকেট বিশ্বে ১১১ রানটাকে কিন্তু অশুভ ধরেন অনেকে। ক্রিকেটের ভাষায় অনেকে এটাকে 'নেলসন' বলেন। নেলসন শব্দটি ক্রিকেটে ব্যবহার করা হয়েছে হোরেসিও নেলসন নামের এক যোদ্ধার নাম থেকে। তিনি যুদ্ধে একটি চোখ, একটি পা এবং একটি হাত হারিয়েছিলেন। যদিও তা নিয়ে বিতর্ক আছে।

এছাড়া ট্রিপল ওয়ান সংখ্যাটাকে অনেকে ক্রিকেটের তিন বেলের সঙ্গে তুলনা করেন। উইকেটের বেল পড়ে গেলে একজন ব্যাটসম্যানকে আউট ধরা হয়। আর যার বা যে দলের তিনটি বেলই পড়ে গেল তাদের ইনিংসে আর শুভ হওয়ার লক্ষণ নেই এই অর্থে। যদিও এগুলো কুসংস্কার ছাড়া কিছু নয়। তবে ভারতীয় ব্যাটসম্যান ওই অশুভ সংখ্যাটে দারুণভাবে জয় করেছেন। হিটম্যান খ্যাত এই তারকার জন্য নেলসন রানও পয়া।