করোনায় যে চ্যালেঞ্জ গ্রহণ করলেন গেইল

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১৮:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৫ বার।

সব ঠিক থাকলে হয়তো এই সময়টায় ব্যাট হাতে ঝড় তুলতেন ক্রিকেট গেইল। ১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিল নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগ। সেখানে খেলার কথা ছিল ক্যারিবীয় ব্যাটিং দানবের। কিন্তু করোনাভাইরাসের কারণে অন্য সব দেশের ক্রীড়া আয়োজনের মতো নেপালের এই লিগও স্থগিত হয়ে গেছে।

এদিকে পিছিয়ে গেছে আইপিএলও। চারদিকে সব বন্ধ হয়ে যাওয়া সময়টায় গেইলকে নিতে হচ্ছে ‘চ্যালেঞ্জ’। সেই চ্যালেঞ্জটা হচ্ছে ঘরে থাকা।

বৃহস্পতিবার গেইল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। যার ক্যাপশনে লিখেছেন, ‘ঘরে থাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’

তবে গেইলের এই চ্যালেঞ্জ মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ভিডিওতে যেমন গেইল নাক-মুখ ঢেকে হাজির হয়েছেন ঠিকই। কিন্তু নিজের বাড়ির জিমে যে ফিটনেস ধরে রাখার কাজটা করে যাচ্ছেন সেই বার্তাই দিয়েছেন তিনি।