পুরোনো ম্যালেরিয়ার ওষুধে দূর হতে পারে করোনা!

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ ১৮:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

প্রায় অর্ধশত বছর আগে আবিষ্কৃত ম্যালেরিয়ার জন্য আবিষ্কৃত ওষুধে সেরে উঠতে পারেন করোনা আক্রান্ত রোগী। এমন তথ্য জানিয়েছেন গবেষকরা।

ফোর্বস এর প্রতিবেদনে বলা হয়, ওই ওষুধ হাইড্রোঅক্সিক্লোরোকুইন গোত্রের যা প্ল্যাকোয়েনিল নামে বিক্রি হতো। আর্থরাইটিসসহ কিছু রোগের চিকিৎসায় এর ব্যবহার দেখা যায়। এই ওষুধ প্রাণঘাতী করোনাভাইরাসকেও নির্মূলে কার্যকর হতে পারে।

মার্চের নয় তারিখ ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিস জার্নালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।  

বুধবার প্রকাশিত ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, চীনের উহানের সায়েন্স একাডেমি এক চিঠিতে উল্লেখ করে, আমার অনুমান করছি এই ওষুধের করোনা প্রতিরোধে কার্যকর সক্ষমতা রয়েছে।

ফ্রান্সের এক দল স্বাস্থ্য গবেষক বিস্তৃতভাবে এর পরীক্ষা করেছেন। তারা ৩৬ রোগীর ওপর এর পরীক্ষা করেছেন। এ গবেষণায় নেতৃত্ব দেন মার্সেলির বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দিদিয়ের রাউলট।

গবেষণায় প্রত্যেক রোগীকে প্রতিদিন ৬০০ মি.গ্রা. প্ল্যাকোয়েনিল খেতে দেওয়া হয়। গবেষকরা, জানান তৃতীয় দিনেই করোনা আক্রান্ত ব্যক্তিদের ৫০ ভাগ সুস্থ্য হয়ে ওঠেন। ষষ্ঠ দিনে সুস্থ হন ৭০ ভাগ।

এদের মধ্যে ২০ জনকে প্লাকোয়েনিল এর সঙ্গে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়। ষষ্ঠ দিনে তাদের সবাই সুস্থ হয়ে ওঠেন।