করোনায় ইরানে প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২০ ০৪:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩ বার।

করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত ইরান। কভিড-১৯ ঠেকাতে গিয়ে ভেঙে পড়েছে পুরো স্বাস্থ্য ব্যবস্থা। প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে একজন করে। খবর সিএনএন

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানাওশ জাহানপুওর বিষয়টি নিশ্চিত করেন।

এক টুইটার পোস্টে তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রতি দশ মিনিটি একজন করে ইরানি মারা যাচ্ছে। প্রতি ঘণ্টায় আক্রান্ত হচ্ছে অন্তত ৫০ জন।

প্রতিদিন শতাধিক লোক মারা যাচ্ছে দেশটিতে। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ১৪৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ জন।

ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী আলীরেজা রাইসি জানান, নতুন এক হাজার ৪৬ জন আক্রান্ত হয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৭ জনে।

দেশটির পার্লামেন্টের এমপিসহ শীর্ষ অনেক কর্মকর্তা আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে। মারা গেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার মধ্যে আছেন শীর্ষ নেতা আলী খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টাও।

এদিকে বিশ্বজুড়ে পৃথিবীজুড়ে মৃতের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে চীনে ৮১ হাজার এবং ইতালিতে ৪১ হাজার।

মৃতের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে আর চীনে মারা যায় ৩ হাজার ২৪৫ জন।