বগুড়ায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৩০৮জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মার্চ ২০২০ ১১:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৫২৭ বার।

বগুড়ায় নতুন করে আরও ৮০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৩০৮ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগ। 
সূত্র জানায়, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ৬টি উপজেলায় ৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরতকে কোয়ারেন্টাইনে রাখা হয় শিবগঞ্জে। ওই উপজেলায় শুক্রবার ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এছাড়া আদমদিঘী উপজেলায় ৩১ জনকে, শাজাহানপুরে ৮জনকে, কাহালুতে ৪ জনকে, সারিয়াকান্দিতে ৩জন, ও দুপচাচিয়ায় ১জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 
এর আগের দিন বৃহস্পতিবার  বিকেল ৫টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ২২৮ জনকে রাখা হয়। 
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর বগুড়ায় গত ১১ মার্চ থেকে ১৯ মার্চ বিকেল পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ইটালী, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা এবং প্রতিবেশী দেশ ভারত ফেরত ৩০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে শিবগঞ্জ উপজেলায়। ওই উপজেলায় বিদেশ ফেরত  ৯১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।