বিয়ের দাওয়াতে গিয়ে অন্তঃসত্ত্বাসহ ৩১ জন করোনায় আক্রান্ত

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২০ ১৪:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

বিয়ের দাওয়াতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ ব্যক্তি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনির কাছে এই ঘটনা ঘটে।

এবিসি নিউজ জানায়, এই মাসের শুরুতে স্টেনওয়েল টপস শহরে একটি বিয়ের দাওয়াতে যান ওই ব্যক্তিরা। সেখান থেকেই তারা করোনা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার নিউ সাউথ ওয়েলসের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেরি চ্যান্ট জানান, আক্রান্ত ৩১ ব্যক্তিই ৬ মার্চ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এরপর তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আক্রান্তদের ২৫ জন নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা, বাকি ছয়জন অঙ্গরাজ্যের। তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন।

এ ছাড়া তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে আরও ৪ জন, যারা ওই বিয়ের অনুষ্ঠানে ছিলেন না।

এদিকে বিয়ের পরে ওই বিয়ের বর-করে মালদ্বীপে হানিমুনে যান। সেখান থেকে ফিরে আসার পর তাদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। ফলাফল আসার পর বুঝা যাবে, তারা আক্রান্ত কী না।

এদিকে অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০ পেরিয়েছে। এর মধ্যে মারা গেছে ৬ জন। মৃতদের মধ্যে ৫ জন নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা।