কুড়িগ্রামে নামাজরত মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২০ ১৫:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৫ বার।

কুড়িগ্রামের রাজারহাটের উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামে নিজের নামাজরত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল (২৬)। ঘটনার পর এলাকাবাসী মন্তাজুলকে আটক করে দড়ি দিয়ে বেঁধে পুলিশে খবর দেয়। পরে রাজারহাট থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

নিহত নারী পান্থাবাড়ি গ্রামের সোলায়মান আলীর স্ত্রী মিনি আক্তার (৪৮)। এলাকাবাসীরা জানায়, শুক্রবারের জুমার নামাজ চলাকালীন মিনি আক্তার তার নিজের ঘরে শুক্রবারের নামাজ পড়তে বসেন। এসময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল ঘরে থাকা কুড়াল দিয়ে মায়ের গলায় জোরে কোপ দেয়। এতে মা মিনি ঘটনাস্থলেই মারা যান।  খবর বাংলাদেশ প্রতিদিন। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মন্তাজুল কয়েক বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। অনেক ডাক্তারি চিকিৎসার পর বর্তমানে তাকে বাড়িতে বেঁধে রেখে কবিরাজী চিকিৎসা করা হচ্ছিল। ঘটনার সময় তার হাত-পায়ের বাঁধন খোলা ছিল। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, ঘটনাস্থলে এসে মাকে খুনের অপরাধে ছেলে মন্তাজুলকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী ও তার পরিবার জানায় সে মানসিক রোগী।