পাকিস্তানের গরম করোনার প্রকোপ কমাবে: ইমরান

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২০ ১৭:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭২ বার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা করছেন তার দেশের উষ্ণ ও শুষ্ক আবহাওয়া করোনাভাইরাসের প্রকোপ কমাতে সহায়ক হবে। 

ইসলামাবাদের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

ইমরান খান তার নাগরিকদের ঘরে থাকার স্বেচ্ছা আইসোলেশনে থাকার এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।  তিনি বলেন, আমরা হয়ত উৎরে যেতে পারব। এখানে বিভিন্ন ধরনের মতবাদ রযেছে। তবে কিছু চিকিৎসক বলছেন পাকিস্তানে যে তাপমাত্রা রয়েছে তা করোনাভাইরাসের বিস্তার হ্রাস করবে। 

তিনি বলেন, আমরা যদি দেড় মাস শৃঙ্খলা বজায় রাখি, জনসমাগম এড়িয়ে চলি এবং যাদের লক্ষণ আছে তারা স্বেচ্ছা আইসোলেশনে থাকি তাহলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। 

পাকিস্তানে এ পর্যন্ত ৪৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিনজনের। খবর: দ্য ডন।