বিদেশফেরতদের জন্য 'ফাইভস্টার ট্রিটমেন্ট' দাবি করলেন জাফরুল্লাহ

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২০ ১৮:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮ বার।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিদেশফেরতদের জন্য 'ফাইভস্টার ট্রিটমেন্ট' দাবি করেছেন। তিনি আলোকচিত্রী শহিদুল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান। করোনাভাইরাস শনাক্তের পদ্ধতি আবিষ্কার নিয়ে ওই সাক্ষাৎকার দেন তিনি। 

বৃহস্পতিবার সাক্ষাৎকারটি নেয়া হয়। যা শহীদুল আলম তার ইউটিউব চ্যানেলে শুক্রবার প্রকাশ করেন। 

এতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ৭৫ লাখের বেশি লোক আছে যারা বিদেশে শ্রম দেন। তারা আমাদের অর্থনীতির বুনিয়াদ। তারা ২০১৯ সালের প্রথম ১০ মাসে বাংলাদেশে পাঠিয়েছে ১৫ বিলিয়ন ডলার। 

বিদেশফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে সরকার। এর মধ্যে নিয়ম না মানায় দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের জরিমানা করেছে প্রশাসন। যার সমালোচনা করেন জাফরুল্লাহ চৌধুরী। 

রাজধানীর বিশ্ব ইজতেমা ময়দানে ইতালিফেরত প্রবাসীদের রাখার পর সেখানে তারা বিক্ষোভ করেন। গাজীপুরেও কোয়ারেন্টাইনে বিক্ষোভ করেন প্রবাসীরা। 

যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাদের।