করোনা নিয়ে তর্কের পর সংঘর্ষ, নিহত ১

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ ০৬:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

রাজবাড়ীতে করোনাভাইরাস নিয়ে বিতর্কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাবলু মোল্লা (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। 

শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লাবলু একই গ্রামের মৃত আকিল মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। খবর সমকাল অনলাইন। 

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার করোনাভাইরাস নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক খালেক ফকিরের সঙ্গে লাবলু মোল্লার ভাই মান্নান মোল্লার কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকালে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাবলু মোল্লাসহ ১০ জন আহত হন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় লাবলু মোল্লা মারা যান। আহতদের মধ্যে বাবলু ও খালেক ফকির হাসপাতালে চিকিৎসাধীন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা সুলতানা বলেন, লাবুল মোল্লার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজবাড়ীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, করোনাভাইরাস নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।