অফিস করার ক্ষেত্রে ছাড় দেওয়া হলো ভারতের সেনা কর্মকর্তা ও জোয়ানদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ ০৬:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

করোনা মোকাবেলায় ভারতে শতকরা ৩৫ ভাগ উর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং ৫০ শতাংশ জুনিয়র কমিশনড অফিসারকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

চলতি মাসের ২৩ তারিখ থেকে কার্যকর হবে এ নিয়ম। ভারতীয় সেনা প্রধান করোনা মোকাবেলায় হেডকোয়াটারে সেনাবাহিনীর উর্ধ্বতন সদস্যদের সাথে আলোচনায় বসেন। এরপরেই এমন সিদ্ধান্ত জানানো হয়।

আগামী এক সপ্তাহ ৩৫ শতাংশ উর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং ৫০ শতাংশ জুনিয়র অফিসাররা বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকে কাজ করবেন। এভাবে চলবে এক সপ্তাহ। বাকিরা হোম কোয়ারেন্টনে যাবেন চলতি মাসের ৩০ তারিখ থেকে।  তবে কর্মীদের টেলিফোন কিংবা ইলেকট্রিক ডিভাইসে সব সময় পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।

জনাসমাগম এড়াতে অফিসের প্রবেশ ও বের হওয়ার পথে যেসব নিয়ম রয়েছে তা কিছুদিনের জন্য শিথিল করা হবে। যেসব সেনারা ছুটিতে রয়েছেন তাদের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।