৩২জনের হোম কোয়ারেন্টাইন শেষ, সবাই সুস্থ্য

বগুড়ায় এ পর্যন্ত ৪০৬জন হোম কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ মার্চ ২০২০ ১২:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২২ বার।

বগুড়ায় নতুন করে আরও ১৩০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৪৩৮ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইন থাকার কথা জানিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগ। তবে এর মধ্যে ৩২ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়া মোট ৪০৬জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে।  এদের সবাই সুস্থ আছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সূত্র জানায়, শনিবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ১২টি উপজেলায় ১৩০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরতকে কোয়ারেন্টাইনে রাখা হয় দুপচাঁচিয়ায়। ওই উপজেলায় শনিবার ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এছাড়া আদমদিঘী উপজেলায় ০৪ জনকে, শাজাহানপুরে ০৫জনকে, কাহালুতে ১৭জনকে, সারিয়াকান্দিতে ০৪ জন, ও সদরে ১০জনকে, গাবতলীতে ১৫জনকে,শিবগঞ্জে ২৪জনকে,সোনাতলায় ০৩জনকে, নন্দীগ্রামে ১৪জনকে, কাহালুতে ১৭জনকে, ধুনটে ০৩জনকে এবং শেরপুরে ০২জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 
এর আগের দিন শুক্রবার  বিকেল ৫টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৩০৮ জনকে রাখা হয়। 
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর বগুড়ায় গত ১১ মার্চ থেকে ২১ মার্চ বিকেল পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ইটালী, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা এবং প্রতিবেশী দেশ ভারত ফেরত ৪০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।তবে এদের সবাই সুস্থ্য আছে বলে জানিয়েছে বগুড়া স্বাস্থ্য বিভাগ।