অধিক দামে পন্য বিক্রি

বগুড়ার ধুনটে কৃষকলীগ নেতাসহ ১৩ ব্যবসায়ীর জরিমানা

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ২১ মার্চ ২০২০ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬২ বার।

বগুড়ার ধুনট উপজেলায় করোনাভাইরাসকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় পণ্য অধিক মূল্যে বিক্রির অভিযোগে কৃষকলীগ নেতাসহ ১৩ ব্যবসায়ীর কাছ থেকে ১২হাজার ৩০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার ধুনট ও মথুরাপুর বাজারের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

আর্থিক দন্ডপ্রাপ্তদের মধ্যে ধুনট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনোহারি ব্যবসায়ী সাচ্চু মল্লিককে ৫০০, ব্যবসায়ী রাজিব হোসেনকে ৫০০, আবুল কালাম আজাদকে ৫০০০, আসাদুল ইসলামকে ২০০০, শাহা আলীকে ৫০০, মোকছেদ আলীকে ৩০০, নায়েব আলীকে ৫০০, আকবর আলীকে ৫০০, আব্দুর রাজ্জাককে ৫০০, মিন্টু মিয়াকে ৫০০, বুলু মন্ডলকে ৫০০, আমিনুল হককে ৫০০ ও নয়ন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ১৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিটি পণ্যের মূল্য তালিকা, ক্রয় মূল্যের ভাউচার/প্রমাণপত্র সংগ্রহ ও দোকানে সংরক্ষণের জন্যও বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়। এর অন্যথা হলে আইন অনুযায়ী শাস্তি প্রদানের বিষয়েও ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয় হয়।