করোনাভাইরাস: সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ ১৩:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭ বার।

নভেল করোনাভাইরাসের প্রেক্ষাপটে মুজিববর্ষের অনুষ্ঠানমালা কাটছাঁটের পর এ উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত করা হয়েছে।

শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুই দিনের এই বিশেষ অধিবেশন রবিবার শুরু হওয়ার কথা ছিল। খবর দেশ রুপান্তর

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে এ বছরকে মুজিববর্ষ ঘোষণা করে নানা কর্মসূচি নেয় সরকার। গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই উপলক্ষে বিশেষ অধিবেশন বসানোর সিদ্ধান্ত হয়।

বিশেষ অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেওয়ার কথা ছিল। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাসের কথা ছিল।

তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও নিশ্চিত হওয়ার পর গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান কাটছাঁট করা হয়।